ভিডিও

সুন্দরবনের আগুন শতভাগ নেভেনি : মাহবুব হোসেন

প্রকাশিত: মে ০৬, ২০২৪, ০৫:৪৪ বিকাল
আপডেট: মে ০৬, ২০২৪, ০৫:৪৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেছেন, সুন্দরবনের আগুন শতভাগ নিভে যায়নি, তবে নিয়ন্ত্রণে আছে। বনের আগুন স্বাভাবিক আগুন না। আগুন নিভে গেলেই সাথে সাথে ঘোষণা করা যায় না যে আগুন নিভে গেছে।

আজ সোমবার (৬ মে) প্রধানমন্ত্রী সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এসব কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যেকোনো লতাপাতায় সুপ্ত থাকে আগুন আবার জ্বলে ওঠে। তাই খুব ক্লোজ মনিটরিং হচ্ছে আগামী ৭ দিন এমন পর্যবেক্ষণে থাকবে। তারপর পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত হবে।

তিনি আরো বলেন, ‘সুন্দর বনের আগুন নিয়ন্ত্রণে আনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS