ভিডিও

চট্টগ্রাম থেকে প্রথম হজ ফ্লাইটে সৌদি গেল ৩৯৮ যাত্রী 

প্রকাশিত: মে ১৪, ২০২৪, ১২:০০ দুপুর
আপডেট: মে ১৪, ২০২৪, ১২:০০ দুপুর
আমাদেরকে ফলো করুন

চট্টগ্রাম থেকে ৩৯৮ হজযাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশে ছেড়ে গেছে। আজ মঙ্গলবার (১৪ মে) ভোর পৌনে ৪টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ফ্লাইটটি। 
এর আগে এই হজ ফ্লাইটের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিমানের চট্টগ্রামের ভারপ্রাপ্ত ম্যানেজার মো. শাহাদাত হোসেন।

বিমানের ম্যানেজার জানান, প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী যাওয়ার কথা থাকলেও গিয়েছেন ৩৯৮ জন। বিভিন্ন কারণে কিছু যাত্রী নির্ধারিত সময়ে যেতে পারেননি। ওনারা পরবর্তী যেকোনো ফ্লাইটে যেতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনায় এ বছর হজযাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে ২২টি ফ্লাইট। এর মধ্যে ২০টি ফ্লাইট সরাসরি জেদ্দায় এবং দুটি ফ্লাইট মদিনায় যাবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS