ভিডিও

সৌদি আরব পৌঁছেছেন ৪২ হাজার হজযাত্রী, মৃত্যু পাঁচ বাংলাদেশির

প্রকাশিত: মে ২৫, ২০২৪, ১২:৪৯ দুপুর
আপডেট: মে ২৫, ২০২৪, ০১:২৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

চলতি বছর হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪২ হাজার ২০০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ শনিবার (২৫ মে) দুপুর ১২টায় হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

আজ সকালে বিমান বাংলাদেশে ৩৩৫ ও ফ্লাইনাস এয়ারলাইনসে ৪১৯ জন হাজি সৌদি আরবে পৌঁছান। সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ৩৮ হাজার ৪৫৩ জন। বাংলাদেশ থেকে ১০৬টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৯টি, সৌদি এয়ারলাইনসের ৩৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৩টি ফ্লাইট পরিচালনা করে।

এদিকে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ। এরমধ্যে মক্কায় তিনজন এবং মদিনায় দু’জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। যা শেষ হবে ২২ জুলাই।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS