ভিডিও

সুন্দরবনে মহাবিপদ সংকেত

প্রকাশিত: মে ২৬, ২০২৪, ১২:০৩ দুপুর
আপডেট: মে ২৬, ২০২৪, ০১:৫৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল ক্রমেই উপকূলের দিক এগিয়ে আসছে। রোববার (২৬ মে) সকালে ঘূর্ণিঝড়টি মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি দুপুর নাগাদ সুন্দরবন উপকূলে আঘাত হানবে। এ অবস্থায় এখানে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সুন্দরবনে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।পূর্ব সুন্দরবন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। পূর্ব সুন্দরবন বিভাগের প্রতিটি স্টেশনসহ ফাঁড়িতে দায়িত্বরত কর্মকর্তা ও বনরক্ষীরা নিরাপদে আশ্রয় নিয়েছেন। করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের বন্যপ্রাণীদেরও নিরাপদে রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে সার্বক্ষণিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় আরও ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS