ভিডিও

২০০ কোটি টাকাপাচার: বেসটেক টেলিকমের চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: মে ২৬, ২০২৪, ০৭:০৪ বিকাল
আপডেট: মে ২৬, ২০২৪, ০৭:০৪ বিকাল
আমাদেরকে ফলো করুন

প্রায় ২০০ কোটি টাকাপাচারের অভিযোগে বেসটেক টেলিকম লিমিটেডের চেয়ারম্যান মো. তরিকুল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৬ মে) দুদকের খুলনা বিভাগীয় পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলাটি দায়ের করেন।

বেসটেক টেলিকম লিমিটেডের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এনায়েত কবির এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অর্থ, হিসাব ও রাজস্ব শাখার উপ-পরিচালক মো. হাসিবুল কবিরকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে মানিলন্ডারিং প্রতিরোধ আইন লঙ্ঘন করে ১৯৯ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৬২৯ টাকা মূল্যের দুই কোটি ৫৭ লাখ ১১ হাজার ১৩৪ মার্কিন ডলার বা অর্থপাচার করেছেন। এতে দেশের স্বার্থে আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ থেকে বাংলাদেশে না এনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি সময়ের মধ্যে তারা এ মানিলন্ডারিং বা পাচার করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS