ভিডিও

দেশে সাড়ে চার মাসের রিজার্ভ রয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত: জুন ০১, ২০২৪, ০৮:১১ রাত
আপডেট: জুন ০১, ২০২৪, ০৮:১১ রাত
আমাদেরকে ফলো করুন

দেশে বর্তমানে সাড়ে ৪ মাসের ডলার রিজার্ভ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। প্রতিমন্ত্রী শনিবার বিকেলে টাঙ্গাইলের পৌর উদ্যানে বিসিক উদ্যোক্তা মেলা ২০২৪–এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

 

টাঙ্গাইল জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের আয়োজনে বিসিক উদ্যোক্তা মেলা ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। এ মেলা আগামী ১০ জুন পর্যন্ত চলবে। বিসিক উদ্যোক্তা মেলায় বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের মোট ৫০টি দোকান বসেছে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে অর্থনীতির চাপের মধ্যে রয়েছে দেশ। এক সময় আমাদের রিজার্ভ ৪৮ বিলিয়ন পর্যন্ত গিয়েছিল। সেখান থেকে আমাদের রিজার্ভ কমে এসেছে। রিজার্ভ যখন কমে আসছে তখন তো আমরা একটু চাপে থাকবোই। তবে যেকোনো দেশে ৩ মাসের রিজার্ভ থাকলেই কোনো সমস্যা হয় না। সেখানে আমাদের প্রায় সাড়ে ৪ মাসের রিজার্ভ রয়েছে। যদি বিদেশ থেকে রেমিট্যান্স আসে ও বিদেশে রপ্তানি বিনিয়োগ বাড়ানো যায় তাহলে সুবিধা হবে।’

গোল আলুর দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, ‘কদিন আগে যাচাই করার সময় দেখলাম ৯৩টি দেশের মধ্যে আলুর দাম সর্বনিম্ন বাংলাদেশে। বর্তমানে পাইকারিতে আলুর দাম ৫০ টাকা কেজি।’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রী বলেন, ‘সবসময় আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করি। ঈদেও নিয়ন্ত্রণে থাকবে। নিত্য প্রয়োজনীয় জিনিস বিদেশে যেন রপ্তানি করা যায় সে ব্যবস্থা করছি। এবছর আমরা হস্তশিল্পকে বর্ষপণ্য হিসাবে ঘোষণা করেছি।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক কায়সারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর আসনের ছানোয়ার হোসেন এমপি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS