ভিডিও

এক নারী হজযাত্রীর মৃত্যু, সৌদি আরবে পৌঁছেছেন ৬৩১৪১ জন

প্রকাশিত: জুন ০৬, ২০২৪, ১২:১৯ দুপুর
আপডেট: জুন ০৬, ২০২৪, ১২:১৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। হজযাত্রী মমতাজ বেগম (৬৩) বুধবার (২ জুন) মক্কায় মারা যান। এ নিয়ে এবার সৌদি আরবে বাংলাদেশের ১১ জন হজযাত্রী মারা গেলেন। আজ বৃহস্পতিবার (৬ জুন) হজ পোর্টালে আইটি হেল্প রডস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে, এখন পর্যন্ত সর্বমোট ৬৩ হাজার ১৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪ হাজার ১৬৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৮ হাজার ৯৭৬ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ১৬২টি। গত ৯ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। আগামী ১২ জুন পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জন হজ করতে যাবেন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরবে মারা যাওয়া অপর ১০ জন পুরুষ। এ নিয়ে মক্কায় ৮ জন এবং মদিনায় ৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS