ভিডিও

আইসক্রিমে বসছে বাড়তি শুল্ক

প্রকাশিত: জুন ০৬, ২০২৪, ০৪:৩৮ দুপুর
আপডেট: জুন ০৬, ২০২৪, ০৭:০৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব ঘোষণা করছেন জাতীয় সংসদে। এবারের প্রস্তাবে আইসক্রিমের ওপর বাড়তি শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। উভয় ক্ষেত্রেই ৫ শতাংশ হারে সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বাজেটে ২০২৪–২৫ অর্থবছরে রাজস্ব আদায় বৃদ্ধি ও কর পরিপালন বৃদ্ধির লক্ষ্যে সকল ধরনের আইসক্রিমের ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়। বৃহস্পতিবার দুপুর ৩টায় জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাব উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। স্পিকার শিরীন শারমিনের অনুমতি নিয়ে মন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন।

এর আগে, বিশেষ মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপনের অনুমতি দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদে পৌঁছানোর আগে নিজ বাসভবনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘অর্থনীতি ঠিক করতেই বাজেট ছোট করা হয়েছে। শুধু শুধু বড় বাজেট দিয়ে লাভ নেই। বাজেটের মাধ্যমে সবকিছু ঠিক করার প্রচেষ্টা রয়েছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘এবারের বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকবে। সাধারণ মানুষের জন্যও চেষ্টা করছি।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS