ভিডিও

এবার হজযাত্রায় বড় ধরনের কোনো অব্যবস্থাপনা ছিল না : ধর্মমন্ত্রী

প্রকাশিত: জুন ০৮, ২০২৪, ০১:১২ দুপুর
আপডেট: জুন ০৮, ২০২৪, ০৩:৫৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

যেসব এজেন্সি হজযাত্রী পাঠানোর কাজে প্রতারণা করেছে হজের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

আজ শনিবার (৮ জুন) সকালে আশকোনায় হজ অফিসে হজ ২০২৪-এর সার্বিক বিষয়াদি সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘৮৫ হাজার হাজির মধ্যে এখনও ১৫ হাজার হজযাত্রী যাওয়া বাকি রয়েছে।’ তবে ভিসার কোনো জটিলতা নেই জানিয়ে তিনি বলেন, ‘আগামী ১২ জুনের মধ্যে বাকি হজযাত্রী সৌদি আবর পৌঁছে যাবেন। অন্যবারের তুলনায় এবার হজযাত্রায় বড় ধরনের কোনো অব্যবস্থাপনা ছিল না।

হেল্পডেস্কের তথ্যমতে, হজ পালনের জন্য এখন পর্যন্ত (৭ জুন রাত ২টা ৫৯) পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৬৭,১৩৮ জন হজযাত্রী। মোট ১৭২টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৫০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৬২,৫৮৮ জন। আবেদনের বিপরীতে শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে। জানা গেছে, এ পর্যন্ত মোট ১৭২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯০টি, সৌদি এয়ারলাইনসের ৫৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইট পরিচালনা করেছে। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫,২৫২ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪,৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০,৬৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসেবে ১,৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ২৫৯টি। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS