ভিডিও

এবারের ঈদেও ট্রেনযাত্রা হবে নির্বিঘ্ন: রেলমন্ত্রী

প্রকাশিত: জুন ১৪, ২০২৪, ০৭:৩১ বিকাল
আপডেট: জুন ১৫, ২০২৪, ১২:৫০ রাত
আমাদেরকে ফলো করুন

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘আসন্ন ঈদুল আজহায় ট্রেনযাত্রায় মানুষের কোনও ভোগান্তি নেই। গত রোজার ঈদেও মানুষ যেমন ঈদ উদযানে নির্বিঘ্নে বাড়ি ফিরেছে, এবারের কোরবানির ঈদেও তারা ভোগান্তি ছাড়া ট্রেনে বাড়ি ফিরতে পারবে।’

শুক্রবার (১৪ জুন) বিকাল ৩টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর জামতলায় জেলা পরিষদের ডাকবাংলো রেস্টহাউজে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর পর তিনি গোয়ালন্দ পৌরসভার আয়োজনে ১০ হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ উদ্বোধন করেন।

মন্ত্রী আরও বলেন, ‘এবার ঈদে ৩০টি ক্যাটল ট্রেনের মাধ্যমে আমরা গবাদিপশু পাঠানোর ব্যবস্থা করেছি। আগে ট্রেন পরে আসলে আগে ছাড়তো। এখন মাত্র একটা লাইন, তবে ডাবল লাইন আমরা করছি। গোয়ালন্দে আমরা একটা ট্রেন দেবো, সেটা পোড়াদহ থেকে হতে পারে অথবা দর্শনা থেকেও হতে পারে। অচিরেই গোয়ালন্দের বন্ধ স্টেশনগুলো লোকবল নিয়োগ করে খুব তাড়াতাড়ি চালু করা হবে এবং স্টেশনগুলো মেরামত করে নতুন করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডল, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্পব ঘোষ প্রমুখ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS