ভিডিও

দেড়যুগ ধরে ঈদের আনন্দ নেই: মির্জা আব্বাস

প্রকাশিত: জুন ১৭, ২০২৪, ০৬:৪৪ বিকাল
আপডেট: জুন ১৭, ২০২৪, ১১:১৩ রাত
আমাদেরকে ফলো করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের মধ্যে ‘ঈদের আনন্দ নেই’। তার ভাষায়, ঈদ বলতে যা বোঝায়, সেই আনন্দের ঈদ গত ‘দেড় যুগ ধরেই’ তাদের হয় না।

তিনি বলেন, ‘আজকে ঈদুল আজহা পালিত হচ্ছে, এখন থেকে ১৫ বছর আগে যদি আমরা ফিরে যাই— অর্থাৎ দেশনেত্রী খালেদা জিয়ার সরকারের সময় যদি আমরা ফিরে যাই… তারও একটু আগে যদি ফিরে যাই আজকের যে ঈদ, আজকের ঈদের যে আনন্দ, তা জনগণের মধ্যে নেই। ঈদ আরবি শব্দ… এর বাংলা অর্থ হলো খুশি। এই খুশি যে উপভোগ করা, এর মনমানসিকতা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে নেই।’

সোমবার (১৭ জুন) ঈদের নামাজ শেষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতে গিয়ে সাংবাদিকদের সামনে কথা বলছিলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘সবার বেদনা ক্ল-ষ্ট মুখ, বেদনা-বিধুর চেহারা… অনেক কষ্ট করে তারা কোরবানি দিচ্ছে। আমার বাড়ির (শাহজাহানপুর) পাশে কোরবানির পশুর হাট ছিল। দেখলাম, বেশকিছু বেপারী তাদের গরু বিক্রি করতে পারেনি। অর্থাৎ টাকার অভাব লক্ষ্য করা গেছে।’

মির্জা আব্বাস বলেন, ‘বাংলাদেশের আজকে যে কষ্ট এটা অবৈধ সরকারের জন্য, জনগণের আজকে যে কষ্ট এটা একটা অনৈতিক বিনাভোটের সরকারের জন্য। যদি নির্বাচিত সরকার থাকতো, তাহলে জনগণের এই কষ্ট হতো না। এটা প্রমাণিত ….যখন নির্বাচিত সরকার ছিল, তখন কী অবস্থা ছিল আর আজকের কী অবস্থা।’

দলের হাজারো নেতাকর্মী কারাবন্দি অবস্থায় আছে, তাদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। চিকিসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন… আল্লাহ জানেন কী অবস্থা। এই মুহূর্তে দেশনেত্রীর আরোগ্য কামনায় আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আমাদের নেতা তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জোবায়দা রহমানকে ভুয়া মামলায় সাজা দিয়ে, তাদেরকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। তাদের জন্য আমরা আল্লাহ কাছে দোয়া প্রার্থনা করেছি।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS