ভিডিও

সংসদের মুলতবি অধিবেশন বসছে আজ

প্রকাশিত: জুন ২০, ২০২৪, ০১:১০ দুপুর
আপডেট: জুন ২০, ২০২৪, ০৩:০৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

টানা ছয় দিন বিরতির পর আজ বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৪টায় আবার বসছে দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। 

গত ৫ জুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। পরদিন ৬ জুন নতুন ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট সংসদে উত্থাপন করা হয়। সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা গত ১১ জুন থেকে শুরু হয়।

গত বৃহস্পতিবার অধিবেশন শেষে ছয় দিনের জন্য মুলতবি করা হয়। মুলতবি অধিবেশনের মূল কার্যসূচি থাকবে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা। গত শুক্রবার বাদে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অধিবেশন চলবে। সরকার ও বিরোধী দলের সদস্যদের দীর্ঘ আলোচনা শেষে আগামী ৩০ জুন বাজেট পাস হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS