ভিডিও

দাবার আসরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া

প্রকাশিত: জুলাই ০৫, ২০২৪, ০৯:২৫ রাত
আপডেট: জুলাই ০৬, ২০২৪, ১২:৫৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলার সময়ই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ দাবা ফেডারেশনে খেলা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

১২তম রাউন্ডের খেলায় আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন জিয়া। বিকেল ৩টায় খেলা শুরু হয়। খেলা চলাকালীন হঠাৎ ৫টা ৫২ মিনিটে লুটিয়ে পড়েন জিয়াউর।

সেই সময় অন্যরা তাকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ৯ মিনিটেই নিয়ে যান। প্রায় ১৫ মিনিট চেষ্টার পরও তার পালস খুঁজে পাওয়া যায়নি। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা গেছেন জিয়া। ১৯৭৪ সালের ১ মে জন্ম নেয়া এই গ্র্যান্ডমাস্টারের মৃত্যুসনদ চিকিৎসকেরা দিয়েছেন ৭টা ২০ মিনিটের দিকে।

 

১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। টুর্নামেন্টে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নও তিনি। যেখানে বাকি চার গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে জিতেছেন ১৬ বার।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS