ভিডিও

কোটা সংস্কারের দাবিতে অবরোধ চলবে রাত পর্যন্ত

প্রকাশিত: জুলাই ০৭, ২০২৪, ০৬:২১ বিকাল
আপডেট: জুলাই ০৮, ২০২৪, ১২:৫৪ রাত
আমাদেরকে ফলো করুন

 সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বহাল এবং কোটা সংস্কারের দাবিতে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করেছেন শিক্ষার্থীরা।  

আন্দোলনের সমম্বয়কারীরা বলছেন, রাত পর্যন্ত তারা বিভিন্ন পয়েন্ট অবরোধ করে রাখবেন।

রোববার (৭ জুলাই) বিকেল ৩টার পর থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন মোড়ে অবস্থান নেন।  
আন্দোলনের এক সমন্বয়ক সারজিস আলম বলেন, রাত ৮-৯টা সড়ক অবরোধের পরিকল্পনা রয়েছে আমাদের। শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন।  

আরেক সমম্বয়ক রিফাত রশীদ বলেন, আমরা কোনো পরবর্তী কর্মসূচির কথা ভাবছি না। আমরা চাই আজ চূড়ান্ত ফল নিয়ে ফিরে যেতে। রাত পর্যন্ত অবরোধ চলবে।  

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করতে দেখা যায়। এ ছাড়া পরীবাগ মোড়ে শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়ে নানা স্লোগান দিচ্ছেন।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল ও অমর একুশে হল এবং বোরহান উদ্দিন ডিগ্রি কলেজ ও বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থীরা রাজধানীর চানখারপুল মোড় অবরোধ করেছেন।  

এ ছাড়া ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় ও নীলক্ষেত মোড় অবরোধ রেখেছেন।  



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS