ভিডিও

কোটাবিরোধী আন্দোলনে

কাফনের কাপড় পরে জিরো পয়েন্টে জবি শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’

প্রকাশিত: জুলাই ০৮, ২০২৪, ০৬:৫৬ বিকাল
আপডেট: জুলাই ০৯, ২০২৪, ১২:৪৬ রাত
আমাদেরকে ফলো করুন

 সরকারি চাকরিতে কোটা সংস্কারের একদফা দাবিতে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়ে কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এ সময় কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নিয়েছেন তারা। 

 

সোমবার (৮ জুলাই) বিকেল থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে বিভিন্ন কোটাবিরোধী স্লোগান দিতেও দেখা গেছে তাদের।

জবির অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাফনের কাপড় পরে আন্দোলন করতে থাকব। কোটা প্রথার জন্য আমরা সব দিক থেকে বঞ্চিত হচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি হলো, বাংলাদেশের সব চাকুরিতে শুধু প্রতিবন্ধী কোটা রেখে সব কোটা বাতিল করতে হবে।

কাফনের কাপড় পরে আন্দোলনকারী শিক্ষার্থী তামিম ইসলাম দুর্জয় বলেন, শিক্ষার্থীদের মেধার কোনও মূল্যায়ন নেই। আমরা প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, কিন্তু আমাদের দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়ব না।

মো. সুলাইমান হোসেন নামে আরেক শিক্ষার্থী বলেন, কাফনের কাপড় পরে আমরা প্রতীকী আন্দোলন করছি। নিঃসন্দেহে আমাদের দাবি যৌক্তিক। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদের এই যৌক্তিক আন্দোলনে সাড়া দিয়ে মেধার মূল্যায়ন করবেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS