ভিডিও

কোটাবিরোধী আন্দোলন

রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

প্রকাশিত: জুলাই ১২, ২০২৪, ০৬:০৬ বিকাল
আপডেট: জুলাই ১২, ২০২৪, ০৬:০৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে তৃতীয় দিনের মতো রেললাইন অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে, বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমবেত হতে দেখা যায় তাদের। পরে চার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রে বিক্ষোভ মিছিল বের করেন। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেললাইনে এসে অবরোধ করেন তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাথী আক্তার বলেন, ‘কোটা সংস্কারের একদফা যৌক্তিক দাবি নিয়ে আমরা তৃতীয় দিনের মতো রেললাইন অবরোধ করেছি। সরকার আমাদের নিয়ে তামাশা করছে। ৪ জুলাই যে রায় হওয়ার কথা ছিল, সেই রায় ৭ আগস্টে নিয়ে গেছে। সরকার চাচ্ছে আমাদের আন্দোলন ধামাচাপা দিতে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।’

প্রতিবন্ধী ছাড়া সব কোটারই যৌক্তিক সংস্কারের দাবি জানিয়ে রাজশাহী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মারুফ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলাকালে আমার ভাইদের ওপর পুলিশ গুলি চালিয়েছে। এরই প্রতিবাদে আজ আমরা ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করেছি। আমাদের আন্দোলন চলবে।’



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS