ভিডিও

আসিফ নজরুল-ফরহাদ মজহার শিক্ষার্থীদের সংঘর্ষে ঠেলেছেন : ছাত্রলীগ সভাপতি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০৭:০৩ বিকাল
আপডেট: জুলাই ১৬, ২০২৪, ১০:২৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

অধ্যাপক আসিফ নজরুল ও লেখক ফরহাদ মজহার শিক্ষার্থীদের সংঘর্ষের দিকে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

সোমবার (১৫ জুলাই) বিকেলে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

শয়ন বলেন, ‘এখানে আসিফ নজরুল আছেন, ফরহাদ মজহার আছেন, তারা বিভিন্নভাবে সংঘর্ষের দিকে ছাত্রদের ঠেলে দিচ্ছেন। আন্দোলনে মেয়েদের ব্যবহার করা হয়েছে। তারা সূর্যসেন হলে হামলা করেছে, বিজয় একাত্তর হলে আক্রমণ করেছে, বঙ্গবন্ধু হলে হামলা করেছে, তারা তো মেয়ে না, তারা শিবির-ছাত্রদলের ক্যাডার। আন্দোলনকারী শিবির-ছাত্রদলের সঙ্গে আদর্শিক লড়াইয়ের অংশ হিসেবে আমরা দাঁড়িয়েছি।’

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ থেমে গেলেও পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিকেল পৌনে ৫টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাবির বিজয় একাত্তর হলের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য এলাকা থেকে উপাচার্যের বাসভবন (ভিসি চত্বর) পর্যন্ত দখলে নিয়েছে ছাত্রলীগ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS