ভিডিও

কোটা আন্দোলনে ঢাকা কলেজের পাশে মারধরের শিকার হয়ে যুবক নিহত

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৫:৪৯ বিকাল
আপডেট: জুলাই ১৬, ২০২৪, ০৮:৪১ রাত
আমাদেরকে ফলো করুন

চলমান কোটা আন্দোলনে ঢাকা কলেজের পাশে মারধরের শিকার হয়ে এক যুবক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আকাশ নামে এক কিশোর জানায়, ঢাকা কলেজের বিপরীত পাশে সিএনজি পাম্পের সামনে কয়েকজন ধরাধরি করে ওই যুবককে নিয়ে আসছিলেন। তখন একটি রিকশায় ওই কিশোর তাকে হাসপাতালে নিয়ে আসেন। নিহত ওই যুবকের নাম পরিচয় কিছুই জানে না সে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS