ভিডিও

ডাকসুর সাবেক নেতা গ্রেফতার

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪, ০৫:২৮ বিকাল
আপডেট: জুলাই ১৭, ২০২৪, ১১:১৪ রাত
আমাদেরকে ফলো করুন

কোটা সংস্কার আন্দোলন কে ঘিরে সারা দেশেই নানা সহিংসতার ঘটনা ঘটছে। আজ সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বেলা ২ টার দিকে কোটা আন্দোলনকারীদের প্রতি সমর্থন ও হত্যার প্রতিবাদ জানাতে টিএসসিতে অবস্থান নেওয়ার চেষ্টা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেন ও তার তিন সহযোগী। কিন্তু তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েকদফা সাউন্ডগ্রেনেড ছোড়ে। পরবর্তীতে পুলিশ গ্রেফতার করে ডাকসুর সাবেক এই নেতাকে। এসময় গ্রেফতারকৃত চার জনকে ঘিরে অনেক সাংবাদিকের উপস্থিতি তৈরি হয়। সাংবাদিকদের উদ্দেশ্যে আক্তার হোসেন প্রশ্ন ছুড়েন যে ক্যাম্পাসে কেন শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছেনা? বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সামনে না এসে কেন পুলিশ এসেছে। এমন প্রশ্নের পরপরই সাংবাদিকের উপস্থিতিতে টেনে হিচড়ে প্রিজনভ্যানে তোলা হয় আক্তার হোসেন কে। তাকে কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একাধিক কর্মকর্তার কাছে এ বিষয়ে জানতে চাইলেও তারা কোনও মন্তব্য করতে চাননি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS