ভিডিও

ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪, ০১:৫১ দুপুর
আপডেট: জুলাই ১৮, ২০২৪, ০২:২০ দুপুর
আমাদেরকে ফলো করুন

রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এতে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টার পর রেললাইন অবরোধ করেন আন্দোলনকারীরা।সারা দেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন’। এরই মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বৃহস্পতিবার (১৮ জুলাই) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়। 


রাজধানীর বিভিন্ন সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশরা জানিয়েছে, চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে রাস্তায় বিশেষত লোকাল বাসের সংখ্যা কিছুটা কম। ব্যক্তিগত গাড়ি, লোকাল বাস, সিএনজি, রিকশা, মোটরযান চলাচলও কম দেখা গেছে। 
 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS