ভিডিও

শাহবাগে ছাত্র-জনতার অবস্থান

প্রকাশিত: আগস্ট ০২, ২০২৪, ০৪:২৫ দুপুর
আপডেট: আগস্ট ০৩, ২০২৪, ০১:৩৩ রাত
আমাদেরকে ফলো করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে রাজধানীর বাইতুল মোকাররম থেকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নিয়েছে একদল ছাত্র-জনতা।

শুক্রবার (০২ আগস্ট) জুমার নামাজের পর মিছিলটি বের হয়।

মিছিল নিয়ে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে শাহবাগ থানার সামনে সড়কে পুলিশ বাধা দেয়। পরে তারা কিছুক্ষণ শাহবাগে অবস্থান নিয়ে মৎস্যভবনের দিকে যেতে থাকেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের মানুষের উপস্থিতি দেখা যায়। তারা শিক্ষার্থীদের আন্দোলনে নিহতদের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন।

এক আন্দোলনকারী বলেন, আমাদের দাবিগুলো তুলে ধরতে টিএসসি যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের বাধা দিয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা এই সরকারের পতন চাই।

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পরিচয় দেওয়া একজন বলেন, আমি ছাত্রদের আন্দোলনে সংহতি জানাই। ন্যায়ের পক্ষে আমাদের বিজয় হবেই।  



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS