ভিডিও

শহীদ মিনারে সমাবেশ শেষে শাহবাগ অবরোধ

প্রকাশিত: আগস্ট ০৩, ২০২৪, ০৮:২৬ রাত
আপডেট: আগস্ট ০৪, ২০২৪, ০১:৪৬ রাত
আমাদেরকে ফলো করুন

কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ।আন্দোলনকারী ছাত্র-জনতা। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৭টার পর কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ শেষে একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে এসে অবরোধ করে।

শাহবাগ অবরোধের ফলে সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় আন্দোলনকারীরা সরকারের সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন। এর আগে শনিবার বিকেলে সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের এ প্ল্যাটফর্মটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। 

এক দফা দাবিতে রবিবার থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আগামীকাল থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু করব। এটি সফল করতে দেশের মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি আহবান জানাই।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS