ভিডিও

সিএমএম কোর্টের সামনে পুলিশের গাড়িতে আগুন

প্রকাশিত: আগস্ট ০৪, ২০২৪, ০২:০৩ দুপুর
আপডেট: আগস্ট ০৪, ২০২৪, ০৪:৫৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

রাজধানীর পুরান ঢাকা এলাকায় মিছিল করেছেন বিক্ষোভকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত সারাদেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে সমর্থন জানিয়ে এই বিক্ষোভ মিছিল বের করে তারা। এ সময় সিএমএম কোর্টের সামনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। 
রোববার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে সদরঘাটের ইসলামপুর এলাকা থেকে মিছিল বের করে চকবাজার-ইসলামপুরের ব্যবসায়ী ও দোকান-কর্মচারীরা। পরে মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দিয়ে বাহাদুর শাহ পার্ক,  শাঁখারীবাজার মোড় হয়ে ঢাকা জজকোর্ট এলাকার সামনে দিয়ে রায়সাহেব বাজার মোড় হয়ে তাতীবাজার এলাকার দিকে যায়।
এ সময় মিছিলে অংশগ্রহণকারী জনতাকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রম করার সময় সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের দেখে আরও তীব্রভাবে স্লোগান দেওয়া শুরু করে বিক্ষুব্ধ জনতা। পুলিশ রাস্তা ছেড়ে দিয়ে দাঁড়ালে মিছিলটি এগিয়ে যায়। মিছিলটি কোর্ট এলাকা অতিক্রম করার সময় সিএমএম কোর্টের সামনে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে আগুন দেয়। এ সময় তারা পুলিশের গাড়িতে আগুন দিয়ে মিছিল নিয়ে চলে যায় তাতীবাজারের দিকে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS