ভিডিও

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সারাদেশে সংঘর্ষে নিহত ৭৬

প্রকাশিত: আগস্ট ০৪, ২০২৪, ০৪:৪৭ দুপুর
আপডেট: আগস্ট ০৪, ২০২৪, ০৯:২২ রাত
আমাদেরকে ফলো করুন

অসহযোগ আন্দোলন ঘিরে সারাদেশে অন্তত ৭৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন সহস্রাধিক। এরমধ্যে সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ রোববার (৪ আগস্ট) সকাল ১১টা থেকে রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ শুরু করে আন্দোলনকারীরা। একই সময় প্রতিবাদ মিছিল করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সরকারদলীয় সংগঠনগুলোর নেতাকর্মীরা। মোতায়েন করা হয় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।
বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সংঘর্ষের মাত্রা বাড়তে থাকে। বাড়তে থাকে হতাহতের সংখ্যাও। এরমধ্যে শুধু সিরাজগঞ্জেই ১৩ পুলিশ সদস্যসহ ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া কুমিল্লায় আরেক পুলিশ সদস্য নিহতের খবর পাওয়া গেছে।
 
এছাড়া ফেনীতে ৮ জন, লক্ষ্মীপুরে ৭ জন এবং ৬ জন করে নিহতের খবর পাওয়া গেছে কিশোরগঞ্জ ও নরসিংদী থেকে ।
 

কোন জেলায় কতজন নিহত
 সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্যসহ ১৯ জন;
কিশোরগঞ্জে ৩ জন;
নরসিংদীতে ৬ জন;
ফেনীতে ৮ জন;
রংপুরে ৪ জন;
পাবনায় ৩ জন;
সিলেটে ৩ জন;
লক্ষ্মীপুরে ৭ জন;
মুন্সীগঞ্জে ৩ জন;
শেরপুরে ৩ জন;
ঢাকায় ৩ জন;
বগুড়ায় ৫ জন;
মাগুরায় ২ জন;
কুমিল্লায় এক পুলিশসহ ৩ জন;
জয়পুরহাটে একজন;
বরিশালে একজন;
ভোলায় একজন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS