ভিডিও

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

প্রকাশিত: আগস্ট ০৪, ২০২৪, ০৭:৪৮ বিকাল
আপডেট: আগস্ট ০৪, ২০২৪, ০৭:৪৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

১১ টাকা বেড়ে ১২ কেজি এলডিজির নতুন দাম ১ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই দাম আজ সন্ধ্যায় কার্যকর করা হবে। আজ রোববার (৪ আগস্ট) দাম বাড়ানোর নতুন ঘোষণা দেয় বিইআরসি।

এর আগে টানা তিন মাস কমার পর ১২ কেজি সিলিন্ডারে ৩ টাকা বেড়েছিল গত মাসে। বিইআরসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত নতুন দর আজ রোববার সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে। নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৪ টাকা ৭৯ পয়সা, যা গত মাসে ছিল ১১৩ টাকা ৮৬ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। আর গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৬ টাকা ২১ পয়সা, যা এতদিন ছিল ৬২ টাকা ৭০ পয়সা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS