ভিডিও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৩:৫৫ দুপুর
আপডেট: আগস্ট ১১, ২০২৪, ১২:৩০ রাত
আমাদেরকে ফলো করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল পদত্যাগ করেছেন । শনিবার (১০ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি পদত্যাগ করেছেন। এ ছাড়াও সাতটি হলের প্রভোস্ট পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। ২০২৩ সালের ৪ নভেম্বর থেকে ঢাবি উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন ড. এ এস এম মাকসুদ কামাল। বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামানের স্থলাভিষিক্ত হন তিনি।

এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চারবারের নির্বাচিত সভাপতি। বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বেও ছিলেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS