ভিডিও

ভুল-বোঝাবুঝির অবসান, বসুন্ধরা সিটি খুলছে বৃহস্পতিবার

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ০১:২৭ রাত
আপডেট: আগস্ট ২২, ২০২৪, ০২:৪০ দুপুর
আমাদেরকে ফলো করুন

বসুন্ধরা সিটি শপিং মলের ইনচার্জের পদত্যাগের দাবি নিয়ে দোকান মালিক, ব্যবসায়ী এবং কর্মচারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুধবার (২১ আগস্ট) বিকেলে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে বৈঠকের পর শামীম মোল্লা আরো বলেন, ‘আজকের এমন সভার পর বৃহস্পতিবার (২২ আগস্ট) সব দোকানদার এবং কর্মচারীকে দোকান খুলে স্বাভাবিক সময়ের মতো ব্যবসা করার জন্য আহ্বান জানাচ্ছি। ’

তিনি বলেন, ‘গত কয়েক দিন বসুন্ধরার প্রতি আমাদের যে আবেদন ছিল সেটি পূরণ হয়েছে। একজন ইনচার্জ মার্কেটকে ঢেলে সাজাবে বলে সব এলোমেলো করে ফেলেছিল। দাবিদাওয়ার বিষয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব আমাদের ডেকেছেন।

আমরা উনার সঙ্গে বসেছি। আমাদের আরো কিছু দাবি ছিল। এর মধ্যে অন্যতমটি মেনে নেওয়া হয়েছে। নতুন ইনচার্জ বাকি সমস্যার সমাধান দ্রুত করবেন বলে আমরা আশাবাদী। আমরা ব্যবসা করতে এসেছি, ব্যবসা করতে চাই। এ ছাড়া আর কিছু নয়। ’

আরেক মোবাইল ব্যবসায়ী মো. আসলাম বলেন, ‘আমরা একটা লোকের বিরুদ্ধে আন্দোলন করেছি। তিনি হচ্ছেন বসুন্ধরা সিটি শপিং মলের ম্যানেজমেন্ট ইনচার্জ। উনার আচরণে সবাই ক্ষুব্ধ হয়েছিল। আজ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব আমাদের অনেক সময় দিয়েছেন এবং সুন্দরভাবে কথাগুলো শুনেছেন। আমরা আনন্দিত এবং গর্বিত। তিনি ইনচার্জকে সরিয়েছেন। নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের আর কোনো অসন্তুষ্টি নেই। বসুন্ধরার মতো একটি মার্কেটে আমরা ব্যবসা করতে পেরে নিজেদের সম্মানিত মনে করি। ’

ব্যবসায়ী মো. ওয়াহিদ মুরাদ বলেন, ‘আমাদের প্রধান সমস্যার সমাধান হয়েছে। আমরা সব ব্যবসায়ী এবং দোকান কর্মচারীকে আগামীকাল থেকে যথাসময়ে দোকান খোলার জন্য আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমাদের সম্মানিত যে ক্রেতারা গত দুই দিন কষ্ট পেয়েছেন তাদের মার্কেটে আসার জন্য অনুরোধ করছি। একই সঙ্গে বসুন্ধরার চেয়ারম্যান সাহেব অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ’

সভায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা শহরের নানা স্থানে দাবিদাওয়া সংক্রান্ত সভা, সমাবেশ ও জমায়েত হচ্ছে। যার কারণে ঢাকার মতো একটি জনবহুল শহরে তৈরি হচ্ছে স্থবিরতা, বিঘ্নিত হচ্ছে জরুরি যান চলাচল, বাড়ছে মানুষের ভোগান্তি। সম্প্রতি বসুন্ধরা সিটির দোকান মালিক এবং ব্যবসায়ীদের দাবিদাওয়া সংক্রান্ত ব্যাপারটিও তৈরি করেছে নানা জনদুর্ভোগ। যা আমাকে ব্যথিত করেছে। ’

তিনি বলেন, ‘বিষয়টি জানার পর আমি সমাধানের সব পদক্ষেপ নিয়েছি। যার মাধ্যমে সব ভুল-বোঝাবুঝির অবসান হয়েছে। আমি আশাবাদী যে জনস্বার্থে ও মানুষের ভোগান্তি দূর করতে সবাই উদ্যোগী হবে এবং অতি দ্রুত মানুষের কষ্টের লাঘব ঘটবে। 

সভায় ব্যবসায়ীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আবু সাঈদ পিয়াস, আলাউদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. আবু সায়েম, দাউদ ইব্রাহিম শাহাদাৎ, আদিব আহম্মেদ ও রবিউল সোহাইন মিন্টু।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS