ভিডিও

মারা গেছেন প্রাবন্ধিক ও গবেষক গোলাম মুরশিদ

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৪, ১১:০১ দুপুর
আপডেট: আগস্ট ২৩, ২০২৪, ০২:২৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক ড. গোলাম মুরশিদ। গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় বিকেলে লন্ডনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।


গোলাম মুরশিদ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। লন্ডনের কুইন্স হাসপাতালে গতকাল বৃহস্প‌তিবার শেষ নিশ্বাস ত্যাগ ক‌রেন এই প্রাব‌ন্ধিক ও লেখক।

তিনি একাধারে লেখক, গবেষক, প্রাবন্ধিক, আভিধানিক, বি‌বি‌সি ও ভ‌য়েস অফ আমের‌রিকার সংবাদ পাঠক ও লন্ডন প্রবাসী শিক্ষক ছিলেন।

গোলাম মুরশিদের জন্ম ১৯৪০ সালের ৮ এপ্রিল বরিশালে।


তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি প্রায় দুই দশক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। জানা গেছে, তার স্ত্রীও ক্যাপন্সা‌রের সঙ্গে লড়‌ছেন। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS