ভিডিও

ভারতে ছাত্রলীগের সাবেক নেতা পান্নার মৃত্যু

প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৪, ১১:১৬ রাত
আপডেট: আগস্ট ২৫, ২০২৪, ০১:০৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্নার ভারতে অকাল মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) মধ্যরাতে দেশটির মেঘালয়ের রাজধানী শিলংয়ে তিনি মারা গেছেন বলে শনিবার (২৪ আগস্ট) জানা গেছে।

পান্নার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন ইসহাক আলী খান পান্না। পরে পালিয়ে ভারতে প্রবেশের পর মেঘালয়ের শিলংয়ে পাহাড়ে ওঠার সময় তার মৃত্যু হয়েছে।

জানা যায়, সীমান্ত পার হয়ে গতকাল শুক্রবার রাত ১২টায় মেঘালয়ের শিলংয়ের একটি পাহাড় পার হওয়ার চেষ্টাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ইসহাক আলী খান পান্না। ভারতের সীমান্তবর্তী একটি থানায় তার মরদেহ রয়েছে বলে সূত্র জানায়।

১৯৯৪ সালের সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন পান্না। বেসরকারি একটি বিমা কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS