ভিডিও

গোপালগঞ্জে ছাত্রলীগ নেতার মামলা থেকে খালাস পেয়েছেন তারেক রহমান

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৪, ০৯:০০ রাত
আপডেট: আগস্ট ২৭, ২০২৪, ০৯:০০ রাত
আমাদেরকে ফলো করুন

গোপালগঞ্জের আদালতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির দায়ের করা মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া এ আদেশ দেন। 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২১ ডিসেম্বর গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ ও দলটির সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানি মামলা করেন। দীর্ঘ ৯ বছর বিচারকার্য চলার পর মঙ্গলবার মামলাটি থেকে তারেক রহমানকে খালাস দেন আদেশ দেন আদালত।

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী স্বপন কুমার ওঝা এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে গোপালগঞ্জ আদালতে একটি মামলা করেন তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ। দীর্ঘদিন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির বিচারকার্য চলমান ছিল। আজ মামলাটি থেকে তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS