ভিডিও

শুধু আগস্টেই ডেঙ্গুতে ২৭ মৃত্যু

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০৮:০৩ রাত
আপডেট: আগস্ট ৩১, ২০২৪, ১০:০৩ রাত
আমাদেরকে ফলো করুন

চলতি বছরে খুবই ভয়ঙ্কর হয়ে না উঠলেও পুরো আগস্ট মাসজুড়ে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শনিবার (৩১ আগস্ট) ৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর একদিনে হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ৩৪৬ জন।

সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৩ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৮৪১ জন।
 
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩৩৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৭৮০ জন আর দেশের অন্য বিভাগে বাকি ৫৫৩ জন ভর্তি আছেন।
 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS