ভিডিও

মন্দিরের তালা ভেঙে প্রতিমা ভাঙচুর ও আগুন ধরানোর চেষ্টা

প্রকাশিত: সেপ্টেম্বর ০১, ২০২৪, ০৫:৫৭ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ০১, ২০২৪, ০৫:৫৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

শেরপুরে শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নে একটি বারোয়ারী মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে দাহ্য পদার্থ ছিটিয়ে মন্দিরটিতে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছিল বলেও জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার দিবাগত রাতে জেলার শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারে শ্রী শ্রী বারোয়ারী মন্দিরে এই ঘটনা ঘটে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক সাগর রবিদাস বলেন, শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা মন্দিরের তালার চেইন কেটে ভেতরে প্রবেশ। পরে করে প্রতিমা ভাঙচুর করে। তারা পেট্রোল ছিটিয়ে দিলেও আগুন ধরাতে পারে নাই। 

স্থানীয় রিনা রাণী রাজভর রায় বলেন, সকালে কয়েকজন ছেলে মেয়েকে প্রতিমা শুকিয়েছে কিনা দেখতে বললে তারা এসে দেখে মন্দিরের দরজা খোলা ও প্রতিমা ভাঙচুর করা। এসময় আমিসহ আশেপাশের লোকজন এসে প্রতিমা ভাঙাসহ দাহ্য পদার্থ ছেটানো দেখতে পাই। এলাকাবাসী এ ঘটনার বিচার দাবি করেছেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS