ভিডিও

বগুড়ায় আলোচিত সন্ত্রাসী হাতকাটা টুনটুনি গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ০১, ২০২৪, ১০:০৭ রাত
আপডেট: সেপ্টেম্বর ০২, ২০২৪, ০১:১৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় পাবনার রুপপুরের আলোচিত সন্ত্রাসী সানজিদ আহমেদ সৌরভ ওরফে হাতকাটা টুনটুনি (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাত সোয়া ১১ টার দিকে শহরের পুরান বগুড়ায় স্থানীয় জনতার সহযোগিতায় যৌথ বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্র জানায়, টুনটুনি হত্যাসহ একাধিক মামলার আসামি। সে পাবনার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার তানজির রহমান তুহিনের ছেলে। তবে সে পুরান বগুড়ায় নুরু মিয়ার বাড়ি ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। সে ও তার সহযোগীরা পুরান বগুড়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

সে ও তার সহযোগীরা গত ১০ আগস্ট রাত ৯ টার দিকে সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবন মাঠের দক্ষিণ পাশে রেল লাইন সংলগ্ন স্থানীয় বিএনপি নেতা রবিউল হক কানুর তিনটি দোকানে হামলা চালিয়ে ভাঙ্চুর করে। সেইসাথে তিনটি মোটরসাইকেল ভাঙ্চুর করে ২-৩ রাউন্ড গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশের কাছে দেয়া হয়।

এ সময় লালু নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় তারা। এছাড়া পুরান বগুড়া বটতলায় হেলাল নামে এক ব্যক্তির বাড়িতে ৫০ হাজার টাকার চাঁদার দাবিতেও হামলা ও ভাঙ্চুর করে। এরপর অভিযোগ পেয়ে টুনটুনিকে গ্রেপ্তারের জন্য যৌথ বাহিনী মাঠে নামে।

গতকাল শনিবার রাত সোয়া ১১ টার দিকে জনতার সহযোগিতায় যৌথ বাহিনীর সদস্যরা পুরান বগুড়া হতে তাকে গ্রেপ্তার করে। এর আগে সে জনতার ধাওয়া খেয়ে সে কচুরিপানা ভর্তি একটি ডোবায় ঝাঁপ দেয়। পরে সেখান থেকেই যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS