ভিডিও

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, ইটপাটকেল নিক্ষেপ

পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ০৭, ২০২৪, ১০:৫৭ রাত
আপডেট: সেপ্টেম্বর ০৭, ২০২৪, ১০:৫৭ রাত
আমাদেরকে ফলো করুন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে চান্দামারী ফাজিল মাদ্রাসায় ছাত্রীর শ্লীলতাহানির অপরাধে ২ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভক্ত হয়ে পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কাছে। বর্তমানে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করেছে। যেকোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।

অভিযোগে জানা যায়, চান্দামারী ফাজিল মাদ্রাসার ২ শিক্ষক তাদের কয়েকজন ছাত্রীর গায়ে-গালে ও স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। বিষয়টি অভিভাবকদের জানালে অভিভাবকরা প্রতিষ্ঠানে এসে প্রতিবাদ জানান।

বিষয়টি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করলে ওই প্রতিষ্ঠানের নির্যাতিত শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা ওই দুই শিক্ষকের শাস্তি চেয়ে বিক্ষোভ মিছিল করে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করে।

এ ঘটনায় ২ সেপ্টেম্বর রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছে নির্যাতিত শিক্ষার্থীরা। ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি ধামাচাপা দিতে ওই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে অভিযুক্ত শিক্ষকরা পাল্টা বিক্ষোভ মিছিল করেন।

এতে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। এঘটনায় উভয় গ্রুপ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে। এ ব্যাপারে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS