ভিডিও

ভারতে পালানোর সময় সিলেট সীমান্তে আ. লীগ নেতা আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ০৮, ২০২৪, ১২:২৭ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০৮, ২০২৪, ১২:২৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  সিলেট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় গোয়াবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে আটক করেছে বিজিবি।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় তাকে আটক করে বিজিবির জৈন্তাপুর বিওপির টহল দল।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী স্থানীয়দের বরাত দিয়ে জানান, কামাল আহমদ শনিবার সন্ধ্যার দিকে স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় লুঙ্গি ও হেলমেট পড়ে গোয়াবাড়ি সীমান্ত এলাকার ১২৯২ মেইন পিলার দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। তখন তাকে চিনতে পেরে স্থানীয়রা আটক করে। পরে দ্রুত ঘটনাস্থলে বিজিবি টহল টিম পৌঁছে কামাল আহমদকে আটক করে নিয়ে আসে। এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে কামাল আহমদকে মারধরের চেষ্টা করে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) তাজুল ইসলাম (পিপিএম) জানান, সিলেট এসএমপি'র জালালবাদ থানায় দায়েরকৃত একটি মামলার এজাহারভূক্ত আসামি। তাকে  জালালবাদ থানায় প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS