ভিডিও

সাতক্ষীরার হিজলদি সীমান্তে তিন নারী আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ০৯, ২০২৪, ০৫:৫৩ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ০৯, ২০২৪, ০৫:৫৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিনজন বাংলাদেশী নাগরিক আটক হয়েছেন। আটককৃতদের মধ্যে তিনজনই নারী।

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল তাদের আটক করেন।

আটককৃতরা হলেন-শেরপুর জেলার নওখোলা থানার শিকদারপাড়া গ্রামের মোঃ মনিরের কন্যা মোছাঃ মনিকা খাতুন (২১), মোছাঃ রিতু আক্তার সুমাইয়া (১৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মহিষপুর গ্রামের মোহন মিয়ার কন্যা মোছাঃ মরিয়ম আক্তার জুলি (১৫)। গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর হিজলদী বিওপির দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৬ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর নামক স্থান হতে ওই তিনজন নারীকে আটক করে বিজিবি।  

ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS