ভিডিও

দুর্বৃত্তদের হামলায় আহত আইনজীবীর ২ দিন পর মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৪, ১২:০০ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ১২:০০ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: মাদারীপুরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সরদার জয়নাল আবেদীন নামে এক আইনজীবী মৃত্যুর সাথে দুই দিন লড়াই করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে তার মৃত্যু হয়।

এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন।

জয়নাল আবেদীন মাদারীপুর আদালতের একজন আইনজীবী হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। 

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামে জয়নাল আবেদীন নামে এক আইনজীবীকে শনিবার দুর্বৃত্তরা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান জয়নাল আবেদীন। 

মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় এক আইনজীবী মারা গেছেন। তবে কে বা কারা তাকে হত্যা করেছেন সে বিষয়টি আমরা এখনো নিশ্চিত নই। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS