ভিডিও

রংপুরের পীরগঞ্জে পরিবেশ আইন লঙ্ঘিত প্রতিকারের দাবিতে অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৯:৫২ রাত
আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০১:০৫ রাত
আমাদেরকে ফলো করুন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে পরিবেশের আইনকে অমান্য করে আবাসিক ঘরের দরজার কাছে বর্জ্যের স্তুপ করায় এক প্রভাষকের পরিবারসহ ৪/৫টি পরিবারের লোকজন স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক একরামুল হক বুলুর বসতবাড়ির ঘরের দরজার কাছে বর্জ্য স্তুপ করে রেখেছেন তারই সহোদর মাহমুদুল হক মাধু। বর্জ্যরে অতিরিক্ত দুর্গন্ধে প্রভাষকসহ ৪/৫টি পরিবারের লোকজন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিসহ দুরারোগ্যে আক্রান্ত হয়ে প্রাণহানির আশঙ্কায় দুর্বিসহ দিনাতিপাত করছেন।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত প্রভাষক বলেন, তারা ইউপি চেয়ারম্যান, পীরগঞ্জ থানা পুলিশ, ইউএনও পীরগঞ্জ, পরিবেশ অধিদপ্তর রংপুর ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলেও দীর্ঘদিনেও কোন প্রতিকার পাননি। এলাকাবাসী মনে করেন বিষয়টিতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS