ভিডিও

ভোলায় মাছ ধরতে গিয়ে ট্রলারসহ ৮ জেলে নিখোঁজ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৫:১০ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৫:১০ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের ভাসান চরের সাগর মোহনায় মাছ ধরতে গিয়ে একটি ট্রলারসহ ৮ জেলে নিখোঁজের খবর পাওয়া গেছে। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে নিখোঁজ হন তারা।

নিখোঁজ জেলেদের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নে বলে নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোস্তফা।

তিনি জানান, শুক্রবার বিকেলে ঢালচরের মোসলেউদ্দিন মাঝির নেতৃত্বে ৮ জেলে ভাসান চরের সাগর মোহনায় মাছ শিকার করতে যান। কিন্তু রাত ১১টার পর থেকে শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলেদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা যায়নি। সব জেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

তার দাবি, যেখানে জেলেরা মাছ শিকার করতে গেছেন সেখানে ফোনের নেটওয়ার্ক থাকে। তবে গতকাল সন্ধ্যার পর রাত পর্যন্ত ঝড়ে নদী ও সাগর মোহনা উত্তাল থাকায় হয়তো ওই ট্রলারটি স্রোতে দিক হারিয়ে গভীর সাগরে নেটওয়ার্কের বাইরে চলে গেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS