ভিডিও

শেরপুরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৩:২৯ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৩:২৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  শেরপুরের শ্রীবরদীর গোশাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান মিজান (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিজানুর রহমান মিজান মৃত পোস্টমাস্টার কদম আলীর ছেলে। সে এ বছর ভারেরা শমির উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। আহতরা হচ্ছেন মিজানের দুই চাচাতো ভাই ইমরান (৩১) ও বিপুল (২৭)। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, আজ (মঙ্গলবার) সকালে নিজেদের নতুন ঘরের কাজ করার সময় বিদ্যুৎ সংযোগের জন্য বিদ্যুতের খুঁটি থেকে তার আনতে গিয়ে মিজান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। 

এ ব্যাপারে ওসি বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS