ভিডিও

রংপুরের গঙ্গাচড়ায় মাচা পদ্ধতিতে গাছ আলু চাষ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৬:০০ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৬:০০ বিকাল
আমাদেরকে ফলো করুন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় বাণিজ্যিকভাবে মাচা পদ্ধতিতে শুরু হয়েছে গাছ আলু চাষ। আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার আশায় বাণিজ্যিকভাবে আলু চাষ করেছেন কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, উপজেলায় কৃষি অফিসের সহযোগিতায় ২জন কৃষক মাচা পদ্ধতিতে গাছ আলু চাষ করছেন।

গতকাল মঙ্গলবার সরেজমিন উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চওড়া পাড়ার কৃষক রবিউল ইসলামের সাথে কথা হয়। তিনি ২০ শতক জমিতে মাচা পদ্ধতিতে গাছ আলু চাষ করেছেন। রবিউল বলেন, তিনি এপ্রিল মাসের শেষের দিকে কৃষি অফিসের সহায়তায় স্থানীয় উন্নত (হাইব্রিড) জাতের গাছ আলুর বীজ রোপণ করেছেন। এখন আলু ধরতে শুরু করেছে।

বাজারে এ আলুর চাহিদা বেশি এবং দামও ভালো পাওয়া যায়। উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, গাছ আলু বীজ যেকোনো গাছের গোড়ার একটু দূরে রোপণ করলে আস্তে আস্তে গাছ বেয়ে উপরে উঠে আলু ধরতে থাকে। আলু গাছ বীজ রোপণের মাস তিনেক পর থেকেই গাছে আলু ধরতে শুরু করে। গাছের ডগায় ও মাটির নিচে গোড়ায় আলু হয়ে থাকে। প্রায় সারা বছরই আলু ধরে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের সার্বিক সহযোগিতায় উপজেলায় এ বছর কোলকোন্দ ইউনিয়নের তেতুঁলতলা গ্রামে একজন ও আলমবিদিতর ইউনিয়নের চওড়া পাড়ায় একজনসহ মোট দুইজন চাষি বাণিজ্যিকভাবে মাচা পদ্ধতিতে গাছ আলু চাষ করেছেন। এ পদ্ধতিতে গাছ আলু চাষে আমরা কৃষকদের নানাভাবে উদ্বুদ্ধ করছি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS