ভিডিও

মুন্সীগঞ্জে রাতে শেয়ালের আক্রমণে আহত ১২

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৪, ১১:৪১ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৪, ১১:৪৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নে শেয়ালের আক্রমণে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ইউনিয়নের মধ্য মহাকালী ও নাহাপাড়া গ্রামে শেয়ালের হঠাৎ আক্রমণের শিকার হন তারা।

আহতরা হচ্ছেন- নাজমা সুলতানা, বিল্লাল হোসেন, মেহেদী হাসান, মাসু বেগম, আনোয়ার দপ্তরী, সাব্বির, আমিনুল হক, দেলোয়ার, সিনথামনি, আরবী, সাদিয়া ও দ্বীপ মন্ডল।

আহতরা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত বিল্লাল হোসেন জানান, নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তার পাশের জমি থেকে হঠাৎ একটি শেয়াল এসে কামড়ে দেয়। আমাকে কামড় দেওয়ার পর শেয়ালটি একটু দূরে গিয়ে এক মহিলাকে কামড়ে দেয়। আমরা হাসপাতালে এসে দেখি অনেককেই শেয়ালটি কামড়ে দিয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. প্রান্ত বলেন, শেয়ালের কামড়ে আহতদের টিকা দেওয়া হচ্ছে। সকলেই আশংকামুক্ত আছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS