ভিডিও

মালবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবে নিখোঁজ ৩

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৬:০৪ বিকাল
আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২৪, ০৭:৪৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: ঢাকার বুড়িগঙ্গা নদীর কেরানীগঞ্জের খোলামোড়া ঘাটে মালবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও তিন যাত্রী নিখোঁজ রয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নদী পারাপারের সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় নৌকার মাঝিসহ মোট নয় জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও লাকি (৩৫), মোহনা (১৭) ও আরিফা (১৫) নামে তিনজন এখনও নিখোঁজ রয়েছেন। 

দুর্ঘটনায় উদ্ধার হওয়া আরিফ জানান, তার ছেলে সোহান বাল্কহেডের উপর লাফ দেয়। পরে বাল্কহেডের লোকজন তাকে বসিলা ব্রিজের কাছে নিয়ে লাইফ জ্যাকেট পরিয়ে নদীতে ফেলে বাল্কহেড নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা সোহানকে নদীতে দেখতে পেয়ে উদ্ধার করেন। 

নদী পার হওয়া যাত্রীরা অভিযোগ করেন, নৌকা ডুবে যাওয়ার পর মাঝিদের কাছে যাত্রীদের উদ্ধারে সহযোগিতা চাইলে তারা টাকা দাবি করেন। এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে দেরিতে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসকে মুঠোফোনে কল দিলে তাদের পক্ষ থেকে জানানো হয় স্রোতের কারণে ডুবুরি দল রাতে আসতে পারবে না। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নদীতে বালুবাহী বাল্কহেডের চলাচল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকলেও ২৪ ঘণ্টাই চলছে।  এছাড়া রাতে বাল্কহেডের চলাচল দ্বিগুণ বেড়ে যায়। যা প্রতিদিন এ ঘাট দিয়ে পার হওয়া লক্ষাধিক মানুষের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এছাড়াও মাঝিদের নিয়ম অনুযায়ী ৬ জন যাত্রী নেওয়ার কথা থাকলেও রাতে তারা ৮ থেকে ১০ জন যাত্রী একসাথে নৌকায় পারাপার করছেন। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS