ভিডিও

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশি অভিযানে ছয় জুয়াড়ি গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৯:১৮ রাত
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৯:১৮ রাত
আমাদেরকে ফলো করুন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গত বুধবার দিবাগত রাতে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার জিয়ানগর ইউনিয়নের শহরকুড়ি গ্রামের এক বাড়ির পরিত্যক্ত মুরগির শেডে তাস দিয়ে জুয়া খেলার সময় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে শহরকুড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে হেলাল হোসেন (৩০), মৃত আফতাব হোসেনের ছেলে আকবর আলী (৪২), নুরুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম (২৪), আছিমুদ্দিন শাহর ছেলে আরাফাত আলী (২৮), মৃত মনজাত মন্ডলের ছেলে লজিবর মন্ডল (৫৫) ও মৃত রমজান সরদারের ছেলে জামাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করে। পুলিশ এসময় ঘটনাস্থল থেকে চার হাজার ৮৬০ টাকা, জুয়া খেলার তিন সেট তাসসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে। ওই রাতেই এসআই নিয়ামান নাসির বাদি হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদেরকে গতকাল বৃহস্পতিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারের তৎপরতা চলছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS