পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় সাইফুদ্দীন মন্টু (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার জালুয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সারাইগাছী-আড্ডা সড়কের জালুয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সাইফুদ্দীন জালুয়া মোড়ে পায়ে হেঁটে রাস্তার একপাশ থেকে অন্যপাশে যাচ্ছিলেন। এসময় তাইতোড় মোড়ের দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।