ভিডিও

রাজশাহীতে পটলক্ষেত থেকে আ’লীগ কর্মীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ০৯, ২০২৪, ০৫:৩৪ বিকাল
আপডেট: অক্টোবর ১০, ২০২৪, ১২:০৮ রাত
আমাদেরকে ফলো করুন

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলায় পটলক্ষেত থেকে এক আওয়ামী লীগ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৯ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে কেশরহাট পৌরসভার মগরাবিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহাবুল ইসলাম (৪২) পৌরসভার ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গতকাল মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হন শাহাবুল ইসলাম। সারাদিন পরও ফিরে না এলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। আজ বুধবার (৯ অক্টোবর) সকালে স্থানীয়রা পটলক্ষেতে শাহাবুলের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

মরদেহের পাশে কীটনাশকের বোতল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনি কীটনাশক পান করেছিলেন। তবে তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS