ভিডিও

বগুড়ার ধুনটে অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ১১:১৫ রাত
আপডেট: অক্টোবর ২০, ২০২৪, ১১:১৫ রাত
আমাদেরকে ফলো করুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট-শহড়াবাড়ি পাকা সড়কে নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত বালু বোঝাই ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন এলাকাবাসি। আজ রোববার (২০ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার গোসাইবাড়ি সাতমাথা এলাকায় বিক্ষোভ শেষে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মোহাম্মদ গোলাম রাব্বানী, ওয়াহেদ আলী, আব্দুল গোফার, রাকিব হোসেন, সোহেল রানা, সাগর হোসেন, মানিক মিয়া, ফখরুল ইসলাম, আলতাফ হোসেন ও হাফিজার রহমান।

ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে এলাকাবাসির অভিযোগগুলো শুনেছি।

তারপর পরিবহণের লোকজনকে অতিরিক্ত বালুবাহী ট্রাক সড়কে না চালানোর জন্য প্রাথমিক ভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। এ নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS