ভিডিও

দুই ভাইকে ঘুম থেকে ডেকে তুলে গুলি

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৫, ২০২৪, ০৭:৩৩ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ০৫, ২০২৪, ০৭:৩৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

সাতক্ষীরা  প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় বিলের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই ঘের কর্মচারীকে নির্যাতনের পর দুই মালিককে ঘুম থেকে তুলে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

 গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পাটকেলঘাটা থানাধীন হরিণখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধসহ আহত চারজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, হরিণখোলা গ্রামের অভিরাম মন্ডলের ছেলে অলঙ্গ মন্ডল, তার ভাই জগদীশ মন্ডল, ঘেরের পাহারাদার বীরেন্দ্রনাথ মন্ডলের ছেলে বিশ্বনাথ মন্ডল ও ঘের কর্মচারী আসননগর গ্রামের নারদ মুন্ডার ছেলে শ্রীপদ মুন্ডা।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অলঙ্গ মন্ডল জানান, হরিণখোলা বিলে ১০০ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে তিনি চিংড়ি ঘের পরিচালনা করে আসছেন। এর মধ্যে চার বিঘা সরকারি খাস জমির লিজের টাকা হরিণখোলা গ্রামের কার্তিক মন্ডলকে না দিয়ে জমির মালিক দাবিদার স্বপন মন্ডলকে দেওয়ায় ২০২২ সাল থেকে তাদের সঙ্গে কার্তিক মন্ডলের বিরোধ চলে আসছিল। এ ছাড়া পাঁচ শতক জমি নিয়ে কাকাতো ভাই শিব শেখরের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান।

তিনি আরও জানান, এরই জের ধরে  রোববার রাত সাড়ে ১২টার দিকে তার ঘের কর্মচারী বিশ্বনাথ মন্ডল ও পার্শ্ববর্তী দীলিপ মন্ডলের ঘের কর্মচারী শ্রীপদ মুন্ডাকে ঘেরের বাসা থেকে তুলে নিয়ে মুখোশধারী সাত থেকে আটজন ব্যক্তি তাদের ওপরে নির্যাতন চালান। পরে রাত দেড়টার দিকে তাকে ও ভাই জগদীশকে ঘুম থেকে ডেকে তুলে বুকে শটগান দিয়ে গুলি করার চেষ্টা করলে তারা শটগান ধরে ফেলেন। একপর্যায়ে তার দুই উরুতে ও ভাই জগদীশের ডান উরু গুলিবিদ্ধ হয়।

ঘটনার পর থেকে অভিযুক্তরা ঘা ঢাকা দিয়েছে বলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, জমি ও ঘের নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS