ভিডিও

শেরপুরে খাদ্যমন্ত্রীর আকস্মিক অভিযান রাইস মিল সিলগালা : জরিমানা

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৫, ২০২৪, ১০:২৭ রাত
আপডেট: ফেব্রুয়ারি ০৫, ২০২৪, ১০:২৭ রাত
আমাদেরকে ফলো করুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: আমনের ভরা মৌসুমে ধান-চালের দাম বাড়ার কারণ খুঁজতে বগুড়ার শেরপুরে একটি অটোরাইস মিলে আকস্মিক অভিযান চালিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন উপজেলার শেরুয়া বটতলা বাজার এলাকায় অভিযান চালান খাদ্যমন্ত্রী।

এ সময় ফুডগ্রেড লাইসেন্স না থাকার পরও অবৈধভাবে ধান-চাল মজুদ করায় খাদ্যমন্ত্রীর নির্দেশে তুলি অটোরাইস মিল নামের ওই চালকল গুদামসহ সিলগালা করা হয়। এছাড়া অন্য দুইটি মিলে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায়সহ সিলগালা করা হয়েছে।

অভিযানকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, অবৈধভাবে খাদ্যপণ্য মজুদ করে খাদ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়ালে প্রতিষ্ঠান সিলগালা করা হবে। ভরা মৌসুমেও খাদ্যপন্যের দাম কেন বৃদ্ধি  পেল সেটি খতিয়ে দেখতেই মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এদেশের মানুষ যেন সব সময় সঠিক দামে খাদ্যপণ্য ক্রয় করতে পারে সেজন্য তার নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর।

এসময় তাঁর সঙ্গে ছিলেন-খাদ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, প্রশাসন-২ অধিশাখার (অতিরিক্ত দায়িত্ব) যুগ্ম সচিব কে এম মামুনুর রশিদ, খাদ্য অধিদপ্তরের মহা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ ইমদাদুল হক, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা. আফসানা ইয়াসমিন, বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজিব শাহরিন, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম রেজাউল করিম রেজা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মামুন-এ কাইয়ুম প্রমুখ।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম জানান, তুলি অটোরাইস মিলের লাইসেন্স না থাকার পরও অবৈধভাবে ধান-চাল মজুত করা বেআইনি। তাই মন্ত্রীর নির্দেশে সেটি সিলগালা করা হয়। এছাড়া মির্জাপুর এলাকার একটি রাইস মিলে অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটালা এলাকায় অবস্থিত লাকি সেমি অটো রাইস মিল একই ধরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ হাজার টাকা জরিমানার পাশাপাশি মিল-গুদাম সিলগালা করা হয়। এরপর সাধুবাড়ি পাকারমাথা এলাকার আরিফ এন্ড লামিয়া বাছাই মিল এর ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS