ভিডিও

দুপচাঁচিয়ায় অবৈধ বালু-মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত, মামলা

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৬, ২০২৪, ০৯:৪৬ রাত
আপডেট: ফেব্রুয়ারি ০৬, ২০২৪, ০৯:৪৬ রাত
আমাদেরকে ফলো করুন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের পূর্ব আলোহালী মরাঘাটি এলাকায় নাগর নদের মাঝখানে এক শ্রেণির অসাধু ব্যাবসায়ী অবৈধভাবে বালু ও মাটি কেটে এলাকার ফসলি জমি ও নদের ক্ষতি সাধন করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

পরে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শাহ মো. আলী নেওয়াজ খান ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের একটি এক্সেভেটর (ভেকু), দু’টি নৌকা জব্দ করেন।

এ ব্যাপারে তিনি নিজেই বাদি হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS